শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
পকেট ডাউন- সাজ্জাদ বিন লাল

লকডাউনে চলে আজ পকেট ডাউনের খেলা
অসহায়দের চিৎকারে আজ কান জালা-পালা।
লকডাউনে চলছে সব আমলাদের গাড়ি
গরীব দুঃখির গাড়ির সাথে চলছে বড় আড়ি।
লকডাউন নেই তো ভাই এটা পকেট ডাউন
পাঁচ টাকা ভাড়া নেই ভাড়া হাজার গুন।
গরিবের পেটে লাথি দিয়ে করোনা নিয়ন্ত্রণ
এভাবে কি বেঁচে থাকবে সাধারণ জনগন।
মধ্যের সিট খালি রেখে দুরত্বের সমাধান
পঙ্গু করতে জাতিসত্তা আর কত ব্যবধান।
জানি কেউ শুনবে না গরিবের আহাজারী
হাত পা গুঠিয়ে আর কত বসে থাকতে পারি।
ঘরকুনে করে রাখবে এটা আরেক গুণ
আসছে ভবে লকডাউনের ভাই শোডাউন।