শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
এই পৃথিবীতে-আব্দুল সালাম

সমাজে কিছু মানুষ নামে জানোয়ার,
এরাই মানুষের সঙ্গে করছে,
অন্যায় অবিচার খারাপ ব্যবহার,
সে মনে করেন সবই নিজে সংসার।
এক প্রকার মানুষ কথা শুনেনা কান
সমাজে তারাই হলো বোবা শয়তান,
ভালো মন্দ অন্যায়ের প্রতিবাদ
কিছু বলবেনা, এটা তার প্রমাণ।
কিছু মানুষের আছে অনেক অবদান,
গরীব দুঃখী মানুষকে করে দান
এই পৃথিবীতে অনেক আছে প্রমাণ
মানুষ মানুষের জন্য বিলিয়ে দেয় প্রাণ।
আমরা তো আল্লাহর সৃষ্টি সবাই মানুষ
তারপরও দেখি কেন এত ব্যবধান
যা পেয়েছি তা লিখেছি জ্ঞানের বিধান
খোজে দেখুন প্রত্যেকটি কথা আছে প্রমাণ।
১০/১০/২০২২/