শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
হায়রে গরম, সাজ্জাদ বিন লাল

ডানে গরম বামে গরম
গরম সবখানে
জ্যামে গরম ফ্যানে গরম
বুঝিনা গরমের মানে।
হাটে গরম মাঠে গরম
গরম গাছ তলায়
অঝোরে ঝড়ছে ঘাম
বেলা অবেলায়।
হাড়ি গরম গাড়ি গরম
কাপড় ভিজে গরমে
রান্না ঘরের গিন্নি গরম
মেজাজ তার চরমে।
মাথা গরম কথা গরম
গরমে ঝরে ঘাম
ছোট বড় কাঁছে সবাই
গরম এবার থাম।
ঘরে গরম চালে গরম
গরম সারাক্ষণ
অতিষ্ঠ গরমের জ্বালায়
বেঁচে থেকেও মরণ।
নিত্য গরম চিত্ত গরম
সূর্য্যের তাপের কারনে
বায়ু গরম রাত্রি গরম
হয়না শীতল বারণে।