প্রেম নীড়-মোশাররফ করিম দিদার

তুমি আমার বেঁচে থাকার প্রাণ,
প্রতিটি নি:শ্বাস জুড়ে শুধু তোমার নাম।
হয়নি বলা তোমার কাছে,
এ মন কতটুকু ভালোবাসে।
পাথর গড়া বুকেতে অশ্রু কেন ঝরে!
হৃদ মন্দিরে উতাল প্রেমের ঢেউ,
প্রাণ পিপাসা ক্লান্তি লগ্নে অবসন্ন শব।
শুনিবো কত রংবে রঙ্গের কথা,
প্রেম নীড়ের শিক্ষার্থী আছি যতজনা।
আঁধার রাতে স্বপ্ন দেখে চমকিয়া উঠি,
সুখ নীড়ে বসত করি তুমি আর আমি।
হৃদকম্পনে কাঁপনি উঠে সমস্ত দেহে,
তোমার মৃদু হাসিতে নির্ভীক আমি যে।
এমন ভাবে করিবো তোমায় আদর, স্নেহ, মায়া,
ভুলিলেও বারংবার তোমার সামনে ভেসে উঠে আমার ছায়া।
কোনরূপ ত্রুুটি-বিচ্যুতিতে,
অাখিঁর নীড়ে অশ্রু কোলাহল।
অল্প ব্যাঘাত পরিণতিতে,
মহা সমুদ্রের ঢেউ ভয় মন মন্দিরে,
মৃদু ক্ষীণ হাঁসিতে সর্ব সুখ পাই প্রেম নীড়ে।
কত শত অশ্রু জল আমার এই বুকের উপর,
ভৈছে দেখ অনড়গল!
হৃদয়ে গেঁথা তোমার ঐ প্রিয় মুখ,
অন্তর নীড়ে সর্ব সুখ।
স্নেহ ভরা মধু কন্ঠে বলিবো তোমায় কথা,
ভিন্নমুখীতে ক্ষয়।
নিছক মনের সঙ্গীতে জীবন সুখি হয়!
মুখ বাণীতে হিংস্রের ন্যায় ঝগড়া-ঝাঁটি, রাগারাগি,
ক্ষনিক পর এক তরি।
অবৈধ্য প্রেম প্রীতি দুঃখের সাগরে ডুবে মরা,
অনন্ত কাল এর প্রহার গুনা।
অম্লান নাজুক পরিস্থিতিতে,
একে অন্যের দেখাতে আশা ব্যক্ত,
বিরামহীন অাখিঁতে উদিত প্রেম চঞ্চল হৃদয়।
গভীর রজনী রাতে স্মৃতির পাতায় তারকারাজির লুকোচুরি খেলা,
দৃষ্টি কোনে প্রিয় জনের ছবি আঁকা।
ভীষণ মন খারাপে অন্যের শ্রবণে হাসা,
চাতক পাখির ন্যায় সারাক্ষণ অপেক্ষায় থাকা।
প্রেম অবিশ্বাসী মন সর্বক্ষণ ভাবান্তরী,
অল্পতেই অাগুন আবার ক্ষণিক পর মোম!
স্বপ্নের রাজপ্রাসাদ বাধে কত না সুখের আশায়,
করুন কালবৈশাখী ঝড়েতে কেন ভেঙ্গে যায়!
বল বিধাতা আমায়।
নীড় হারা পাখির ন্যায় করি শত চেষ্টা,
মন পিঞ্জিরাতে বসত কুঁড়ি প্রেম নীড়ের বেদনা।
মাছ লতার মিলন সুরে প্রেম নীড়ে অভয় মিলে,
চির সুখি তারা হয় প্রেম নীড়ের সঙ্গীদ্বয়।
হাজারো বাধাবিঘ্নে জাতি-বেদ ভুলে প্রেম নীড়ে মগ্ন রই,
প্রেম হীনা মানুষ নয়।