শিক্ষা সাহিত্য

ফিলিস্তিনিদের লড়াই – কমরেড রাজেকুজ্জামান রতন

প্রিন্ট করুন

ইসরায়েলি দানব, সাথে
বৃটিশ ও মার্কিন ,
একসাথে হয়ে ফিলিস্তিনে
মারছে যে প্রতিদিন ।

প্যালেস্টাইনে মানুষ কি থাকে !
ওখানে শুধু জমি,
তাড়াও তাদের যারা দাবী করে
আমার জন্মভূমি।

ফলের বাগান, সব্জীর ক্ষেত
আবাদের জমিজমা,
সব কেড়ে নেব, বাঁধা যদি দাও
কেউ পাবে না ক্ষমা।

তাড়িয়ে দিয়ে ফিলিস্তিনি
গুড়িয়ে দিয়ে বাড়ি,
বিশাল বড় শহর হবে
ভবন সারি সারি।

কিন্তু বেয়াড়া ফিলিস্তিনি
শুনে না কোন কথা,
ছাড়বে না তারা বাড়িঘর আর
নোয়াবে না তারা মাথা।

বিমান, কামান, বন্দুক নিয়ে
ইসরায়েলি সৈন্য,
নির্বিচারে মারছে মানুষ
ভূমি দখলের জন্য।

সাতপুরুষের জমি কেড়ে নিবি
তোরা এত বর্বর,
বন্দুক দেখে বুক পেতে দিয়ে
মা বলে, গুলি কর।

শুধু মা নয় শিশুকেও মারে
ভীষন অত্যাচারে,
ভবিষ্যতেও কেউ যেন আর
প্রতিবাদ না করে ।

কিন্তু ওরা এতদিনেও
শিখছে না কি দেখে ?
প্রতিশোধের আগুন কেমন
জ্বলছে তাদের বুকে !

গুলি বোমার শব্দ শুনেই
জন্মেছে যে শিশু,
লড়বেই সে দানবের সাথে
হঠবে না তো পিছু।

মা’য়ের রক্তে যে মাতৃভূমি
পবিত্র প্রতিদিন,
সে মাটি কামড়ে লড়ছে আজো
সাহসী ফিলিস্তিন।


Related Articles

Back to top button
Close