শিক্ষা সাহিত্য

“বিচার দিনে দিওগো জামিন” কবি এম আর ঠাকুর।

প্রিন্ট করুন


বিচার দিনে দিওগো জামিন
ইয়া রাব্বুল আলামিন।
তুমি বিচারদিনের স্বামী ,
আমি সেই দিনের আসামি।
তুমি আল্লাহ, আমি গোলাম
তুমি খোদা, আমি বান্দা
তুমি গফুর গাফফার
আমিতো গোনাহগার।
আমি সৃষ্টি তুমি স্রষ্টা
আমাকে করনা পথভ্রষ্টা।
সেই পথ দাও- যে পথ করেছ বহুদামি।
তুমি বিচারদিনের স্বামী ,
আমি সেই দিনের আসামি।

তুমি রহিম রহমান
আমার জীবন করেছ দান।
তুমি খালিক মালিক
আমাকে দাও রিযিক।
তুমি আমার মাবুদ- মওলা
তোমার জন্য এ জীবন চলা।
আমাকে সেই পথ দাও- যে পথ করেছ বহুদামি।
তুমি বিচারদিনের স্বামী ,
আমি সেই দিনের আসামি।

আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি,
তুমি আমার অন্তর্জামি।
তুমি তো মহারাজা
আমাকে দিও না সাজা
হাত তুলেছি তোমার দরবারে
ক্ষমাকরে দিও চিরতরে।
তুমি রাব্বুল আলামিন
বিচার দিনে দিওগো জামিন।


Related Articles

Back to top button
Close