শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
নাতনী ইরহা জন্মে নানার কবিতা-রিয়াজুল করিম

ও’গো ফুলেশ্বরী তোমাকে সু-স্বাগতম
তোমার অপেক্ষায় ছিলাম,
আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের
অবশেষে তোমাকে পেলাম।
তোমাকে দিলাম উজাড় করে
হৃদয়ের সিক্ত ভালোবাসা,
তুমি হবে সেই মহীয়সী নারী
সমাজের কেন্দ্রীয় আশা।
তুমি হবে এই প্রজন্মের এক উদাহরণ
প্রিয় মালিকের বন্ধু
মেধা মননে সমাজ সংস্কারে
জ্ঞান প্রজ্ঞার সিন্ধু।
তোমার জ্ঞানে আলোকিত হবে
ভঙ্গুর এই অমানিশা,
মানবতা মিটাবে তৃষ্ণা তার
সেটাই তোমার কর্মসঞ্চয়া।
রবের দুয়ারের অভিসারী হবে
রাসুলের প্রেমে মগ্ন,
তোমার জন্য আরশে চলবে
নিত্য দিনে লগ্ন।