শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
অনুরাগ, মোশাররফ করিম দিদার

নেহ তুমি নয়, সর্ব স্বীকারোক্তি লুক্কায়িত। আপন মনে করিও যতন, বিঘ্ন হইলে ভয়।
তুমি মানব জাতি, সদা সর্বদা রাখিও মনে,তোমার প্রভাবে দুর্বোধ্য না হয় মানব।
তুমি সার্থক, তুমি মানব জাতি;নিজ কর্মে ভুক্তভোগী।
মুখ্য নির্ভীক তুমি, প্রাণঘাতীতে নি:শেষ,রাখিও অন্তরে মায়া; পাহিবে খোদার দয়া।
অক্ষুন্ন রাখিও না মানব সেবায়, প্রভাবে মরিবে সদা।
অগ্নি অন্তর করিয়া প্রহার, কোমল কর মন।