শিক্ষা সাহিত্য

অশান্ত মন, মোশাররফ করিম দিদার

প্রিন্ট করুন

আমি সঙ্কল্প, নিরুৎসাহিত নয়।

আমি মন ভরাক্রান্ত নিয়ে ছুটেছি নিজ গন্তব্যে,
আমি ভাবান্তর মায়া জাল চির পরিচিতি,
আমি মায়ায় ব্যথিত হইয়া জাগিয়া উঠিল বার বার।

আমি পথব্রজ স্বরূপ;
আমার অন্তর অসচ্ছল নয়,
আমি কঠোর আঘাত সহিত ব্যক্তি।

আমি সার্থক হব, শান্ত মন আগমনে,
আমি রজনী দেখিতে সর্বদা মগ্ন।

আমার দুঃখ-যাতনা দূর হবে,
মহান আল্লাহর অশেষ কৃপায়।

অম্লান অশান্ত পরিহার করে,
যখন মনে শান্তি খুঁজে পাবো অপূর্ব স্বাদে।

অশান্ত মন পরিত্যাগ,
সরল-সুন্দর সুষ্ট পথ অনুসন্ধানে।

অশান্ত রূঢ় ব্যবহার,
অমার্জনীয় অপরাধ।


Related Articles

Back to top button
Close