শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
টিকা নেবো, সুব্রত আচার্য্য শোভন

রঙ্গে ভরা বঙ্গে,
করোনার টিকা নেব
সোনার এই অঙ্গে।
…না না না একা নয়!!
দলবল নিয়ে সঙ্গে।
এমনি এমনি টিকা হয়ে যাবে!
বোকা নাকি!!
ছবি হবে কতশত ঢঙ্গে।
চারিপাশে সহকর্মী,
তাদের পরে সহমর্মী,
একপ্লাটুন ডাক্তার-নার্সও
থাকবে হয়ে সেবাধর্মী।
বাদ যাবে কেন –
অফিস সহায়ক,দারোয়ান ও আয়া,
ভুলে যায়নি সেবার জ্বরে তাদের করা মায়া।
সবার সামনে সাংবাদিকবৃন্দ
থাকবে ক্যামেরা হাতে,
পুরো জাতি দেখবে সেই মাহেন্দ্রক্ষণ
টিভি,অনলাইন ও প্রিন্টমিডিয়াতে।।