শিক্ষা সাহিত্য

অপরিচিতা,তুমি কে

প্রিন্ট করুন


তোমার চিঠি পাওয়ার পর জীবনে প্রথমবারের মতো পাখি হওয়ার অনুভূতি পেলাম। মনে হলো পিঠে জ্যান্ত দুটো পাখা গজিয়েছে।

তারপর আমি উড়তে শুরু করেছি। সবুজ, হলুদ, সাদা পাখিদের সাথে উড়ে চলেছি। নামছি কোনো অচেনা দেশের নির্জন ঝিলে। সেখানে বেশ কিছুক্ষণ জলকেলি করার পর পাখা মেলে দিই আবার।

আবার উড়তে থাকি সাঁই সাঁই। দূর থেকে আরো দূর দেশে। এ এক অভাবনীয় অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। একমাত্র তুমিই পারো এমন খুশি দিতে আমাকে।

গতকাল তোমার হঠাৎ অবহেলায় আমি প্রায় মরে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে বুঝি হারিয়ে ফেললাম। তোমাকে কোনো দিন হারাবো এ কথা মনে হলে পুরো জীবন মুহূর্তে ফাঁকা হয়ে যায়।

বুকের ভেতরকার প্রাণ-ভোমরা দম বন্ধ হয়ে মরে যায়। গতকাল এক দিনে আমি যেন এক পৃথিবীর মানুষের কষ্ট ভোগ করলাম। প্রত্যেকটা সেকেন্ড ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। সারারাত খোলা চোখে তাকিয়ে ছিলাম সিলিং এর দিকে। এক চুল নড়ি নি।

একবারও পলক ফেলে নি। আমার পুরো জীবন যেন থমকে গিয়েছিল। আর তারপর আজ তোমার চিঠি পেয়ে প্রাণ-ভোমরাটা আমার গুঞ্জরন শুরু করেছে। চোখের পলক আবার পড়তে শুরু করেছে। সারা দেহে যেন তীব্র চাঞ্চল্য বয়ে যাচ্ছে।

অপরিচিতা তুমি চিঠিতে লিখেছো আমার কপালের এলোমেলো চুল হাত দিয়ে গুছিয়ে দেবে। আমার রক্তবর্ণ চোখে দেবে আদর। অপরিচিতা, অপরিচিতা অপরিচিতা, মেয়ে এর চেয়ে সুন্দর কথা আমি জীবনে শুনি নি। এর চেয়ে মধুর অনুভূতি জীবনে কখনো পাই নি।

অপরিচিতা তবে চিঠির শেষ দিকে যখন পড়লাম তোমার মা তোমাকে বারান্দায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তখন ভীষণ মর্মাহত হয়েছি।

অপরিচিতা আমার জন্য তুমি কোনো বিপদে পড়ো আমি চাই না। আমি না হয় এখন থেকে তোমার বাড়ির সামনে আর আসবো না। কড়ই গাছেই নিচেই থাকবো।
তোমার পাশের বাড়ির বিয়ের গানের ভিডিওটা দেখলাম।
দারুণ লাগলো। আমাদের বিয়েতে কেমন গান বাজবে চাইলে এখনই ঠিক করে রাখতে পারো। তোমার পছন্দের গানগুলোই সেদিন সারাদিন সারারাত বাজবে। বাজবে বিরতিহীন ভাবে আমার সারা জীবনেও।

চিঠি দিও লক্ষ্মী মেয়ে
ইতি
তোমার অনুপম ( সাজ্জাদ বিন লাল )


Related Articles

Back to top button
Close