শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
অ-প্রয়োজনীয় আমি,পিংকী আচার্য

আচমকাই অদ্ভুত যুক্তিতে
অনুভূতির দৌড়ে ক্লান্ত যখন,
অঢেল ভুলের দখলে বুক
আমি পারবোনা রুখতে আক্রমণ।
আজ থেকে নীরব আমি
তুলবোনা ছবি যন্ত্রণার,
আজ থেকে জড়িয়ে নিতে
তুলবো-না আর হাতিয়ার।
দেহকে বলি ছেড়ে দাও মোরে
আঁখি নামায় ঢল,
পালাতে চাইলেই আরো গভীরে
এ কেমন মায়াবী ছল?
বদলাইনি পোশাক বহুকাল হলো
মুখোশে গেঁথেছে তীর,
আগাছার ক্ষেতে শস্যের খোঁজে
খাওয়া হলো না ক্ষীর।
(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম।)