শিক্ষা সাহিত্য

অ-প্রয়োজনীয় আমি,পিংকী আচার্য

প্রিন্ট করুন

আচমকাই অদ্ভুত যুক্তিতে
অনুভূতির দৌড়ে ক্লান্ত যখন,
অঢেল ভুলের দখলে বুক
আমি পারবোনা রুখতে আক্রমণ।

আজ থেকে নীরব আমি
তুলবোনা ছবি যন্ত্রণার,
আজ থেকে জড়িয়ে নিতে
তুলবো-না আর হাতিয়ার।

দেহকে বলি ছেড়ে দাও মোরে
আঁখি নামায় ঢল,
পালাতে চাইলেই আরো গভীরে
এ কেমন মায়াবী ছল?

বদলাইনি পোশাক বহুকাল হলো
মুখোশে গেঁথেছে তীর,
আগাছার ক্ষেতে শস্যের খোঁজে
খাওয়া হলো না ক্ষীর।

(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম।)


Related Articles

Back to top button
Close