শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
পা রেখেছি চৌকাঠে, পিংকী আচার্য

সাত্ত্বিক ভজে
শৈবাল তেজে
শৈবাল প্রেমে
সাত্ত্বিক ধ্যানে।
পালকে নয় পলকে আঁকে
বস্ত্র ত্যাগে নষ্টামি;
স্নানের শেষে পরিবর্তনে
সাদা আদলে ভণ্ডামি।
দেয়াল টপকে অশৌচ ছুঁড়ে
ছদ্মবেশী গঙ্গা দ্রোহী;
সঙ্গের খোঁজে তেল-ওয়ালা
বাণিজ্যে নই আগ্রহী।
পা আমার মাথায় থাকে
আমিই জ্যান্ত ধস;
আমার মোহে আমিই মোহিত
নেই শোক নেই আপোষ।
শুভ্রতার পালাবদলে
অনেকেই উষ্ণতা খুঁজেছে নীলে;
আমি কোনো রংয়েই প্রেম খুঁজিনা
প্রেম সঁপেছি লালে।
আঁখিতে কি প্রেম পেয়েছ?
কণ্ঠে আছে যাদু;
ঠোঁটে আছে উপন্যাস
ঘোমটাতেই আমি চির-যুবতি রাঙ্গা বধূ।
(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম।)