শিক্ষা সাহিত্য

স্মার্টফোন। আলমগীর রেজা, চিত্র শিল্পী

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ।

আজ হুমায়রা’র তৃতীয় শ্রেণির প্রথম ক্লাস, নির্ধারিত সময়ে শিক্ষক ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে শিক্ষক কে সালাম জানালো। শিক্ষক সালামের উত্তর দিয়ে সবাইকে বসতে বলে নিজেও বসলেন অতঃপর হাজিরা খাতা নিয়ে সবার নাম ডাকলেন। তারপর এক শিক্ষার্থীর দিকে ইঙ্গিত করে বললেন এই তুমি দাঁড়াও বলে তিনিও শিক্ষার্থীর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কি নাম তোমার। এভাবে একে একে সবার নাম ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন শিক্ষক, এবং জানতে চান বড় হয়ে তারা কি হতে চায়, কেউ বললো ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ বিজ্ঞানি কেউ পুলিশ আরো কত কি। শিক্ষক যখন হুমায়রা’র কাছে জানতে চাইলেন সে বড় হয়ে কি হতে চায়, হুমায়রা বললো সে বড় হয়ে স্মার্টফোন হতে চায়, ছোট হুমারা’র এমন উত্তর শুনে শিক্ষক অবাক হলেন এবং কৌতূহল নিয়ে আবার জিজ্ঞেস করলেন তুমি স্মার্টফোন হতে চাও কেন। হুমায়রা বললো স্মার্টফোন হলে সারাক্ষণ মা-বাবার সঙ্গে থাকতে পারবো, তারা বাইরে গেলে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। আমার মা-বাবা সারাক্ষণ স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকেন। তাই আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই।

                       

Related Articles

Back to top button
Close