শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
সখের বৈঠাওয়ালা

তানিয়া আহমেদ।
সুবিশাল আকাশ হিমেল
হাওয়া লাগলো মোর গায়ে
সুজন মাঝি বৈঠা বায় পাল
তুলা নায়ে।
গাছে ফুটেছে কদম বেলী
জুঁই শাখে শাখে
দুধের মত ফুল ফুটেছে
নদীর বাঁকে বাঁকে।
ধান কাটে কৃষক আর
মাঝি গায় গান
মন আমার হয় তখন
আনন্দে অফুরান।
পার করে দাও বৈঠাওয়ালা
পল্লীর পদ্মা নদী
নানীর হাতের বালা দেব
প্রতিদান চাও যদি।
নদী পার হতে হতে
হাতে নেব অনেক শেওলা
তুমি হবে অনেক প্রিয়
আমার মনের বৈঠাওয়ালা।