দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে
সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। “পুলিশ জনগনের বন্ধু জনগন পুলিশের” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলা সদরের ৩ নং ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ নভেম্বর) সোমবার সকাল ১১টায় দক্ষিন পূর্ব ইউনিয়ন পরিষদের সভা কক্ষে পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই (নিঃ) হাবিবুর রহমান, সহকারী বিট অফিসার এএসআই( নিঃ) শাহজালাল সহ বিভিন্ন ওয়ার্ডের ইউ/পি সদস্য ও বিট এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে বিট পুলিশিং সভা সম্পন্ন হয়েছে।
সভায় ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক, পারিবারিক সহিংসতা রোধে পদক্ষেপ সম্পর্কে বিশেষ আলোচনা হয়।
অংশগ্রহনকারী লোকদের সমস্যা শ্রবণ করিয়া তাহা সমাধানের চেষ্টার কর্ম পরিকল্পনা করা হয়।