দেশজুড়ে

নবীগঞ্জে ভূমি খেকো কর্তৃক সরকারী ও মালিকানাধীন ভূমিসহ শ্নাশানঘাটের জায়গা দখলের অভিযোগ

প্রিন্ট করুন



স্টাফ রিপোর্টার, নবীগঞ্জের কায়স্থ গ্রামে প্রভাবশালী ভূমি খেকোচক্র কর্তৃক সরকারী ও মালিকানাধীন ভূমি,রাস্তা সহ শ্নাশানঘাটের জায়গা জবরদখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ভুক্তভোগী ১৯টি পরিবারের পক্ষথেকে ২১ এপ্রিল সোমবারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন,ওই গ্রামের ছাওধন করের পুত্র
মানিক কর (৫২) নামের ব্যক্তি৷
অভিযোগে উল্লেখ: উপজেলার গজনাইপুর গ্রামের
ছালিক মিয়া (৩৮), পিতা- মৃত মতাজ উল্লা, ফরিজ উদ্দিন (৫০), পিতা- মৃত ইদ্রিস উল্লা,আছদ্দর মিয়া (৪৫), পিতা- মৃত আলাউদ্দিন মিয়া, কাইয়ুম উল্লা (৩৫), পিতা- মৃত কবির মিয়া, লেবু মিয়া (৫২), পিতা- মৃত তাজ উল্লা, খায়ের উল্লা (৩৫) সহ প্রভাবশালী একদল লোকজন কর্তৃক কায়স্থগ্রাম শব্দকর পাড়ায় সংখ্যালঘু ১৯টি পরিবারের লোকজনকে দীর্ঘদিন যাবত নানাভাবে হয়রানি করে আসছেন। অভিযোগকারী বলেন,তাদের পূর্বপুরুষগণ শব্দকর পাড়া হইতে বিবাদীগনের বাড়ী সংলগ্ন পাশের রাস্তা দিয়া বিজনা নদী ও শ্নাশানঘাটে চলাচল করিয়া আসছিলেন, এবং কায়স্থগ্রাম সাকিনের বাসিন্দাগণের বিজনা নদীর পাড়ে অনুমান ১০ শতক জায়গায় শ্নাশানঘাট হিসাবে তাহারা ব্যবহার করিতেছেন । বিবাদীগণ এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের গ্রামের চলাচলের রাস্তা এবং শ্নাশানঘাটের জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা করিয়া আসিতেছে। তাছাড়া,তাদের শব্দকর পাড়া হইতে বাহির হওয়া রেকর্ডীয় রাস্তা কিছুদিন পরপরই জোরপূর্বক বন্ধ করিয়া রাখিয়া দেয়। যাহার ফলে শব্দকর পাড়ার লোকজন উক্ত রাস্তা দিয়া চলাচল করা সহ মৃত ব্যাক্তি নিয়া বিজনা নদীর পাড়ে নির্ধারিত শ্নাশানঘাটে সৎকার করা অসম্ভব হইয়া পড়িয়াছে। উক্ত বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে বিগত ১১/০৭/২০২৩ইং তারিখে লিখিত আবেদন করলেও কোন কাজের কাজ কিছু না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিতে বাধ্য হন৷ । এমতাবস্থায়, প্রভাবশালী মহল কর্তৃক তাদের চলাচলের রাস্তা বন্ধ করায় এবং পূর্বপুরুষের শ্নাশান কাটিয়া জায়গা দখল করায় তাহারা গৃহবন্ধি হইয়া চরম দুর্ভোগের মধ্যে বসবাস করিতেছেন৷ ে বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন অসহায় পরিবারের লোকজন৷


Related Articles

Back to top button
Close