দেশজুড়ে

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজী বিভাগ উদ্বোধন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।
৫০ শয্যা বিশিষ্ট বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী বিভাগ উদ্বোধন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ অক্টোবর) শুক্রবার সকাল ১১টায় এমপি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহপরানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি একাংশ এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, ডাঃ প্লুটো চক্রবর্তী, ডাঃ নাহিদ আফরুজ নিশি প্রমুখ।
হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান ফিতা কেটে প্যাথলজী বিভাগের শুভ উদ্বোধন করেছেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্থানীয়ভাবে টেকনিশিয়ান নিয়োগের মাধ্যমে প্যাথলজী বিভাগ চালু করা হয়েছে। এতে করে লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সেই সল্পমূল্যে রুটিন, গ্রুপিং,হেপাটাইটিস বি ভাইরাস, প্রস্রাবের রুটিন, প্রেগন্যান্সি, টাইফয়েড, সিফিলিস, ডেংগু ভাইরাসসহ গুরুত্বপূর্ণ পরিক্ষা ও রক্ত পরিসঞ্চালন করা যাবে।


Related Articles

Back to top button
Close