Unauthorised

বানিয়াচংয়ে এখনও বেপরোয়া ভূয়া ডাক্তার জুয়েল!

প্রিন্ট করুন


নিজস্ব প্রতিনিধি। বানিয়াচংয়ে ফার্মেসীর দোকান দিয়ে নিজেকে ডা. পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে জগৎজ্যোতি গোপ জুয়েল নামে এক ব্যবসায়ি। তার অপচিকিৎসার বিষয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করলেও নিয়ন্ত্রণ হয়নি সে। পূর্বের মতোই বেপরোয়া হয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। সাধারণ মানুষদের বোকা বানিয়ে প্রতিদিন রোগী দেখছেন বাসা ও ফার্মেসীতে বসে।
জানা যায়- জগৎজ্যোতি গোপ বানিয়াচং উপজেলার চাঁনপুর (ঘোষ মহল্লা) গ্রামের বাসিন্দা। বানিয়াচং বড় বাজার পোস্ট অফিস রোডে ‘সুচিত্রা ফার্মেসী’ নামে তার একটি ওষধের দোকান রয়েছে। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে কিছুদিন প্রশিক্ষণ নিয়ে কয়েক বছর আগে তিনি এই ‘সুচিত্রা ফার্মেসী’ শুরু করেন। তখন থেকেই তিনি এলাকায় নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে আসছেন। এমনকি নিজের ভিজিটিং কার্ডেও নামের আগে ডাক্তার ব্যবহার করেছেন। পাশাপাশি সেই ভিজিটিং কার্ডে বাসা ও ফার্মেসীতে রোগী দেখার সময় উল্লেখ করেছেন।
ভিজিটিং কার্ডে তিনি লিখেছেন- ‘ডাঃ জগৎজ্যোতি গোপ (জুয়েল), ডিএমএস। চেম্বারঃ রোগী দেখার, সময় ৩টা রাত্র ১০টা এবং বাসায় রোগী দেখার সময়, সকাল ৮টা-বিকাল ২টা।এলাকাবাসীর অভিযোগ- হাওর অঞ্চল থেকে সহজ-সরল মানুষই তার নিয়মিত খদ্দের। শিক্ষা ও অসচেতন এসব মানুষকে বোকা বানিয়ে নিজেকে বড় চিকিৎসক দাবি করে প্রতারণার জাল বুনেছেন জুয়েল। বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখে টাকা হাতিয়ে নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো তার কাছ থেকে চিকিৎসা নিয়ে জটিলতায় পড়তে হয় অনেক রোগীকে। শুধু সাধারণ রোগী নয়, তিনি চিকিৎসা দেন অনেক গর্ববতী মায়েদেরও।
এদিকে, একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে- শুধু চিকিৎসাতেই সীমাবদ্ধ নয় তার এই অপকর্ম। পাশাপাশি বিভিন্ন সময় মোটা অংকের টাকা নিয়ে গর্বপাতও ঘটিয়ে থাকেন তিনি।অপরদিকে, ফার্মেসীতে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রির অভিযোগও রয়েছে অনেক। সেই সাথে ওষধের দাম নিচ্ছে মূল দামের চেয়ে কয়েকগুণ বেশি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন- ‘বিষয়টি ইতোমধ্যে আমার নজরে এসেছে। শীগগীর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


Related Articles

Back to top button
Close