Unauthorised

বানিয়াচংয়ে ৬৩ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুত সংযোগ ও শোক দিবসের আলোচনা সভা

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধি – বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি,বাগতলা, নোয়াগাঁও ও চরগাঁও গ্রামে ৫৭১ পরিবারকে ৬৩ লাখ টাকা ব্যয়ে  নতুন বিদ্যুত সংযোগ ও ১৫ আগষ্টের শোক দিবসের আলোচনা সভায় সম্পন্ন হয়েছে।
গত কাল  মঙ্গলবার বিকালে স্থানীয় পৈলারকান্দি বাজারে ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী  সরাজ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধরের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন  বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য  এডভোকেট আব্দুল  মজিদ খান,বিশেষ অতিথি  ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান  আবুল কাশেম চৌধুরী,  জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম, ব্যারিস্টার ইলিয়াস আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী, আনিসুর রহমান তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাচ্ছু মিয়া, হাজী ছিবু মিয়া, আলী মিয়া, হাফিজুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি ধলন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোয়াজ্জিন হোসেন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি  বলেন,
ঘাতকরা ভেবেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলেই এদেশ থেকে তাঁর আদর্শ ও চেতনা মুছে ফেলা যাবে। তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। কিন্তু তার আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা এ দেশের মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা কোনো দিন মুছে ফেলা যাবে না। তিনি আরো বলেন,আমি এমপি নির্বাচিত হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। বিভিন্ন এলাকাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছি। ইতিমধ্যে আজমিরীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেছি। বানিয়াচং উপজেলার কিছু এলাকা বাকি রয়েছে। আশাকরি আগামী কিছু দিনের মধ্যেই বানিয়াচং উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে। আপনাদের পৈলারকান্দি ইউনিয়নেও অনেক উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পৈলারকান্দি গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হলে গ্রামে হাইস্কুল প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। 


Related Articles

Back to top button
Close