দেশজুড়ে

কাগাপাশা ইউনিয়নের মহিলা মেম্বার কাজ না করিয়ে টাকা আত্মসাৎ

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক। বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম রাস্তার কাজে টাকা তুলে ৭মাসেও কোন কাজ না করিয়ে টাকা উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছেন বলে এলাকায় সমালোচনার মুখোমুখি হয়েছেন জাহানারা।
সূত্র জানায়, স্থানীয় কাগাপাশা ইউনিয়নের ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম ওমরপুর গ্রামের আবু তালেব মিয়ার বাড়ি থেকে ওলি মিয়ার বাড়ি পর্যন্ত পারিবারিক রাস্তার জন্য ৪টন চাউলের একটি প্রকল্প অনুমোদন করান। পরে তিনি ২টন চাউল বিক্রি করে অদ্যবিধি ৭ মাস পেরিয়ে গেলে ও কোন কাজ না করিয়ে আত্মসাৎ করেছেন বলে এলাকায় সমালোচনার মুখোমুখি হয়েছেন জাহানারা বেগম।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস জানান, ওমরপুর গ্রামের আবু তালেব মিয়ার বাড়ি থেকে ওলি মিয়ার বাড়ি পর্যন্ত পারিবারিক রাস্তায় জন্য ৪টন চাউল বরাদ্দ দেওয়া হয়। তবে মেম্বার জাহানারা প্রকল্পের বরাদ্দ কৃত ২টন চাউলের টাকা উত্তোলন করে প্রায় ৫০ হাজার টাকা নিজের হাতে রেখে দেন বলে আমরা সত্যতা খুজে পেয়েছি।


Related Articles

Back to top button
Close