বানিয়াচংয়ে সাংবাদিক হানিফকে প্রাণনাশের হুমকি
আব্দুল হামিদ,
বানিয়াচংয়ে দৈনিক হবিগঞ্জ সময়’র বানিয়াচং প্রতিনিধি আবু হানিফ বিন সাঈদকে প্রাণনাশের হুমকি দিয়েছে মন্নান মিয়া নামের কুখ্যাত এক সুদী ব্যবসায়ী।
অভিযুক্ত মন্নান মিয়ার বাড়ি বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়া গ্রামে।
জানা যায়- গত বৎসর সাংবাদিক হানিফের বাড়ির ফলমূল চুরি করে একই এলাকার মিন্তাজুর মিয়া। পরে তার বাবা এসে ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা হয়।এর পর থেকেই সে ক্ষীপ্ত হয়ে যায় সাংবাদিক হানিফের পরিবারের প্রতি।প্রতিশোধ নিতে ২২ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবার একটি নাটকীয়তা সৃষ্টি করে যেখানে সে বলে হানিফের মা তাদের বাড়ি থেকে মোরগ চুরি করে নিয়ে আসছেন।
সে হাতেনাতে না ধরে চুর বলে সম্বোধন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে প্রতিবাদ করলে তার বাড়ির রিতু মিয়া ও তার স্ত্রী নুরচান বিবিকে সাজিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে নুরচান বিবি হানিফের মা জহুরা খাতুনকে বাড়িতে গিয়ে বেদড়ক মারপিঠ করে, ফিরাতে গেলে তার মেয়েও মারধরের শিকার হয়।
পরে অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক হানিফের মা বানিয়াচং থানায় অভিযোগ করলে অভিযুগের প্রেক্ষিতে অভিযুক্তদের দাঙ্গায় ঝড়ানো ও অশ্লীল ভাষায় গালিগালাজ না করতে নিষেধ করে পুলিশ।
পুলিশ চলে গেলেই হঠাৎ সু-উচ্চ স্বরে অভিযুক্তদের পক্ষ নিয়ে একই এলাকার কুখ্যাত সুদী ব্যবসায়ী মন্নান মিয়া বলে,’কীভাবে সাংবাদিকতা করছ তুই দেখে নিবো,হাত ভেঙে পানিতে ফেলে দিবো’।
যা সাংবাদিক হানিফের মোবাইলে রেকর্ড রয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক হানিফ বলেন- জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছি,যেকোনো সময় মন্নান মিয়ার আক্রমণের শিকার হতে পারি।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেলোয়ার হোসাইন বলেন- অভিযুক্ত’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।