দেশজুড়ে

পুলিশের বাঁধা অপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিলে সম্পন্ন

প্রিন্ট করুন

আব্দুল হামিদ,বানিয়াচং থেকে।  বানিয়াচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে তিন বারের সাবেক প্রধান মন্ত্রী   বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং আলহাজ্ব জিকে গউছের মুক্তিসহ একদফা দাবীতে বিক্ষোভ  অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১ টায় কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের কিছুটা অদূরে আসলে পুলিশ বাঁধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে পুলিশের শক্ত অবস্থানের কারণে সাবরেজিস্ট্রার অফিসের সামইে সংক্ষিপ্ত পথসভায় মুজিবুল হোসেন মারুফ  বক্তব্য দিয়ে কর্মসূচী শেষ করেন।

সমাবেশে, অন্যান্যের মাঝে উপস্তিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদি, যুগ্ম-সাধারণ সম্পাদক  জাহির হোসেন, মখলিছুর রহমান আবু, মহিলা দল সভাপতি তানিয়া খানম, সেক্রেটারী হেনা আক্তার দ্বীনা, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক  আমিরুল ইসলাম আখঞ্জি প্রমূখ।


Related Articles

Back to top button
Close