দেশজুড়ে
প্রিন্ট করুন
কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির নামে ফেইক ফেইসবুক আইডি

হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক।
বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের সুনাম ধন্য ব্যক্তি হাজী মো: আব্দুল মজিদ মিয়ার নামে কিছু কুচক্রী মহলের লোকেরা তার বিরুদ্ধে আত্মসম্মান ক্ষুণ্ণ করার জন্য তার নামে ফেইক ফেইসবুক আইডি খুলে নানান রকম খারাপ ভাষা প্রয়োগ করে কথা ও পোস্ট করতেছে, এই আইডি থেকে যদি কাউকে কোন ধরনের গালাগালি বা অসম্মান জনক কিছু বলে থাকে বা সরকার বিরুরী কোন পোস্ট করে তাকে তাহলে তিনি দায়ি নয়, আব্দুল মজিদ মিয়ার ভেরিফাই ফেইসবুক আইডি মো: আব্দুল মজিদ লিঙ্ক এখানে দেওয়া আছে://www.facebook.com/profile.php?id=100063933948344 তার এই আইডি ব্যতিত অন্য কোন আইডি নাই বলে তিনি হবিগঞ্জের সংবাদকে জানিয়েছেন।
হাজী মোঃ আব্দুল মজিদ
সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৬নং কাগাপাশা ইউ/পি।