দেশজুড়ে

বানিয়াচংয়ের কুশিয়ারা নদীতে হয়ে গেলো মিনি নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রিন্ট করুন

মোঃ আব্দুল হামিদ, বানিয়াচং থেকে।
আল্লাহ রাসুলের নাম লইয়্যা নাও খোলরে,
সোনার নায়ে পবনের বইঠ্যা ধরোরে,
হিয়াব্বোল-হিয়াব্বোল”নদীবক্ষে সমবেত কণ্ঠে সারিগানের তাল-লয়ে মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দময় প্রতিযোগিতা। শিশু-কিশোর থেকে বৃদ্ধ, হাজার হাজার মানুষের আবেগ-উত্তেজনার মূহুমূহু কলধ্বনী। সে এক মনোমুগ্ধকর নির্মল আনন্দের খোরাক। নদী তাই হয়ে উঠেছে মানুষের আশৈশব প্রাণোচ্ছল ক্রীড়াসঙ্গী। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ প্রচলিত আছে স্মরণাতীতকাল থেকে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় নদ-নদীর উপস্থিতি প্রবল এবং নৌকা বাইচ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল।

বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী মকার হাওরে কাগাপাশা ইউনিয়নের কুশিয়ারা নদীতে  ধনপুর  গ্রামবাসীর উদ্যােগে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩আগষ্ট বিকেল ৪টায় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুপাশে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম  থেকে বাহারী নামে ও রঙ্গে কয়েকটি নৌকা অংশ নেয়।

উপজেলার  প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত ওই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কাগাপাশা ইউনিয়নের ধনপুর গ্রামের লিটন মিয়া তালুকদারের  নৌকা, দ্বিতীয় স্থান ইউনিয়নের সেকান্দর পুর গ্রামের নৌকা  পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার খাশি, দ্বিতীয় পুরস্কার রাজহাঁস  তুলে দেন।

এতে  কাগাপাশা  ইউনিয়ন বিএনপির  সভাপতি মকবুল হোসেনের  সভাপতিত্বে ও ইউনিয়ন  ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবির সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার,স্থানীয় একতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উসমান মিয়া,সাবেক মেম্বার শাফি মিয়া,মুরুব্বি বাদশা মিয়া,আব্দুল মোতালিব মিয়া,ইউনুছ মিয়া তালুকদার,
শান্তিপুর গ্রাম সভাপতি রফিকুল ইসলাম,বিএনপি নেতা কামাল মিয়া,আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন,যুবলীগ নেতা কামাল হোসেন, ইউনিয়ন কৃষকলীগ নেতা শামিম মিয়া তালুকদার প্রমুখ।


Related Articles

Back to top button
Close