হবিগঞ্জের মাদক সম্রাট সৈয়দ আলী গ্রেফতার

হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক। হবিগঞ্জের মাদক সম্রাট সৈয়দ আলী (৪৭) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তার কাছ থেকে বিপুল পরিমনা ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে বড় বহুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৈয়দ আলী হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আলমগীর।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে বড় বহুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৮শত পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয় সৈদয় আলীকে।
এসআই আলমগীর জানান, সৈয়দ আলী হবিগঞ্জের টপ মাদক সম্রাট। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত দুডজনখানেক মামলা রয়েছে।মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।