দেশজুড়ে

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৪৮টি পরিবার

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে ১৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়।আজ (২০মার্চ)সোমবার বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গলে সকল কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিং এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী মাহমুদ রাজিব মিঠুন এ তথ্য জানান ।

প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাহী অফিসার আলী মাহমুদ রাজিব মিঠুন সাংবাদিকদের জানান যে,আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ১৪৮ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।তিনি আরো জানান-আগামী ২২ মার্চ শ্রীমঙ্গলে মোট চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দফায় ১৪৮টি ঘর হস্তারন্তর করা হবে। ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ঢলু ছড়া এলাকায় ১০৮টি,জাম্বুরাছড়া ২৪টি,খলিলপুর ১০টি এবং টিকরিয়া এলাকায় ৬টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৬৫০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার

,শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ গণমাধ্যমকর্মীরা।


Related Articles

Back to top button
Close