দেশজুড়েবানিয়াচং

বানিয়াচংয়ে আগুনে পুড়লো ৮টি বসতঘর

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টার:- বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে আটটি বসতঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩.টায় বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের নাগেরখানা গ্রামে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেডের লোকজন ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান।
ইতিমধ্যে স্থানীয় ত্রান ও দূর্যোগ শাখা (পিআইও অফিস) ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছে।এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অপরদিকে অগ্নিকান্ডে বিল্লাল মিয়া নামে একব্যাক্তি গুরুতর আহত হয়ে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close