দেশজুড়ে

নবীগঞ্জে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের জিহাদী পুর গ্রামে বিরোধীয় ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা! এ নিয়ে উভয় পক্ষের মধ্যে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ অবশেষে ভূমির মালিকানা দাবীদার মোঃ আব্দুল আলী নামের ব্যক্তি  নিরুপায় হয়ে ৯৯৯ নাম্বারেকল দিলে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷
জানাযায়,  উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওই গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র ভূমির মালিকানা দাবী করে তিনি বলেন, একই গ্রামের মৃত নজির উল্লার পুত্র প্রভাবশালী ছাবু মিয়া সহ তাদের পক্ষের লোকজন তার ভূমিতে জোরপূর্বক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে  উক্ত বিরোধীয় ভূমিতে
গত মঙ্গলবার সকালে দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন৷ এতে উভয় পক্ষের মধ্যে চরম চরম উত্তেজনা দেখা দেয়৷ এক পর্যায়ে তিনি ৯৯৯ নাম্বারে কল দিলে, নবীগঞ্জ থানার এস,আই তৌহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন, এবং এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে  তিনি এর সত্যতা স্বীকার করেন৷এদিকে    প্রভাবশালীদের কাজ বন্ধ হওয়াতে আরো নানা কৌশল অবলম্বন করছেন তারা বলেও অভিযোগ রয়েছে৷
আব্দুল আলী আরো বলেন,এই বিরোধীয় ভূমি নিয়ে  হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৩১ আগষ্ট ২০২১ সালে একটি স্বত্ব মোকদ্দমা নং ৩৪৯ দায়ের করেন,এছাড়াও এই জায়গা নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা নং ৬৯৭/২২ দায়ের করেন৷ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাকালীন অবস্থায় ও আইন অমান্য করে প্রভাবশালী মহল জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে গ্রামে দাঙ্গা হাঙ্গামার উসকানি দিচ্ছেন৷ এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন৷


Related Articles

Back to top button
Close