Unauthorisedদেশজুড়ে
প্রিন্ট করুন
হবিগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
হবিগঞ্জের উমেদ নগর এলাকা থেকে ৪০ পিছ ইয়াবাসহ রিপা আক্তার(২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম।
গ্রেফতার হওয়া নারী হবিগঞ্জ পৌরসভার কুচিয়াবিল এলাকার
হানিফ মিয়ার স্ত্রী।
রবিবার(২২ জানুয়ারি) বিকালে উমেদ নগরের কুচিয়াবিল এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়,উমেদনগর এলাকায় দীর্ঘদিন যাবত রিপা আক্তার এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীকে ৪০ পিছ ইয়াবাসহ আটক করেন রেইডিং টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম অভিযান পরিচালনা করেন।এবিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।