Unauthorisedদেশজুড়ে

বানিয়াচঙ্গে ব্রিজের গোড়ায় মাটি ভরাট করে দিলেন ডা. জীবন

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি।

বানিয়াচং বাবুর বাজার থেকে মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয় হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ প্রয়াত শরীফ উদ্দিন আহমেদ (সাবেক এমপি) সড়কের সংযোগস্থলে গড়ের খালের উপর রয়েছে একটি ব্রিজ। এলজিইডি’র অর্থায়নে নির্মিত এ ব্রিজের পশ্চিম দিকের গোড়ার মাটি সরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে রয়েছিল। ব্রিজের গোড়ার ভাঙাচোরা অংশ দিয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে যানবাহন উঠানামা করতে হয়েছে। একারণে কয়েকবার দুর্ঘটনা ঘটে চালক এবং যাত্রী আহতও হয়েছেন। একারণে পত্রপত্রিকায় ব্রিজের গোড়ার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। কেউ কেউ স্যোশাল মিডিয়ায় ভিডিও প্রতিবেদন প্রচারও করেছেন। কিন্তু কোনো প্রতিকার লক্ষ্য করা যায়নি। অবশেষে শুক্রবার (২০ জানুয়ারী) ব্রিজের গোড়া মেরামতের উদ্যোগ নেন বানিয়াচঙ্গের কৃতিসন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। দুই পাশে বাঁশের আড় বেধে মাটি ভরাট করে দিয়ে ব্রিজের গোড়ার দীর্ঘদিনের বেহাল দশা পরিবর্তন করেন। তাঁর এমন স্বেচ্ছাসেবী সামাজিক কর্মকান্ডের প্রসংশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন অনেকে।


Related Articles

Back to top button
Close