দেশজুড়েবানিয়াচং

বানিয়াচংয়ে আবারো আলোচনায় নারীলোভী লিটন!!

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচং বড় বাজারের হাসি ডিজিটাল ষ্টুডিওর স্বত্বাধিকারী নারীলোভী জীবন আহমেদ লিটন আবারো আলোচনায়।নারী কেলেঙ্কারির বিষয় আপোষে মিমাংসার আড়াই মাস পর লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি।এঘটনায় এলাকায় চলছে নানা গুঞ্জন।

রবিবার (২৫ ডিসেম্বর)লোকজনকে হুমকি দেয়ার বিষয়টি জানান ভুক্তভোগী স্থানীয় বাজার ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা যায়,গত ২ অক্টোবর রবিবার হবিগঞ্জের সংবাদ নামে একটি স্থানীয় নিউজ পোর্টালে”বানিয়াচংয়ে ভূমি অফিসের দালাল জীবনের অপকর্ম!! নারীর শ্লীলতাহানি” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।এরপরই নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করে ওই নারীলোভী।সংবাদ প্রকাশের কয়েকদিন পর গোপনে ভূক্তভোগীর আত্বীয় আঃ রাজ্জাক আলামিনের সাথে বিষয়টি আপোষে মিমাংসা করেন নারীলোভী লিটন এবং তার শশুর কিম্মত আলী মিয়া।অথচ ঘটনা মিমাংসার আড়াই মাস পর এঘটনার প্রত্যক্ষদর্শীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করে চলছে নারীলোভী লিটন।হুমকির ঘটনা বাজার ব্যবসায়ীদের মধ্যে জানাজানি হলে নারীলোভী লিটনকে নিয়ে এলাকায় চলছে নানান আলোচনা এবং সমালোচনা।

উল্লেখ্য-গত ১অক্টোবর বানিয়াচং বড় বাজারের হাসি ডিজিটাল ষ্টুডিওতে নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির মালিক সাবেক বিএনপি নেতা জীবন আহমেদ লিটনের বিরুদ্ধে।নারীলোভী জীবন আহমেদ লিটন উপজেলার ২নং ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের মৃত ময়না মিস্ত্রির ছেলে।বানিয়াচং উপজেলার স্থানীয় ১নং ইউনিয়নের বাগ মহল্লা গ্রামের জৈনক মধ্য বয়সী নারী ওই এলাকার আব্দুর রাজ্জাককে খুজতে হাসি ডিজিটাল ষ্টুডিওতে যান,এসময় চায়ের আপ্পায়ন জানান ওই ষ্টুডিওর মালিক জীবন। স্টুডিও রুমে বসে লোকের জন্য অপেক্ষা ও চা খাচ্ছিলেন ওই নারী,এসময় হঠাৎ ষ্টুডিও রুমের ভেতর ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে টানাহেঁচড়া শুরু করেন লম্পট ব্যবসায়ী জীবন।নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক ওই নারী শোর চিৎকার শুরু করলে মোবিন নামে ওই এলাকার এক যুবক তাকে উদ্ধার করে ওই নারীকে বাড়িতে পৌঁছে দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দিতে ওই ফটো ব্যবসায়ী বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন।ছবি তোলার নাম করে একাধিক নারীর সাথে অবৈধ মেলামেশার কথাও লোকমূখে শুনা যায়।নিজের অপকর্ম ধামাচাপা দিতে দৈনিক অনুসন্ধান নামে নিবন্ধনবিহীন অবৈধ নিউজ পোর্টাল পরিচালনা করে মানুষের মানহানি করার দায়ে একাধিক আইসিটি আইনে মামলা রয়েছে ওই নারীলোভীর বিরুদ্ধে নামে নিউজ পোর্টালে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়।প্রত্যক্ষদর্শীরা এসময় হবিগঞ্জের সংবাদকে জীবন আহমেদ লিটনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বিষয়ে সাক্ষাৎকার দেন।তৎকালীন সময়ে বড় বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া জানান,এধরনের কোন অভিযোগ পেলে ওই ব্যবসায়ীকে আইনের হাতে সোপর্দ করা হবে মর্মে বক্তব্য প্রদান করেন।সম্প্রতি নারী কেলেঙ্কারির ঘটনাটি নিয়ে পত্রিকাতে বক্তব্য ও সাক্ষাৎকার প্রদানকারীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে চলেছে ওই লম্পট।ভুক্তভোগীরা বলছেন,তার বিরুদ্ধে আরো নারী কেলেঙ্কারির একাধিক বিষয় আমরা জানি।কিন্তু একই বাজারের ব্যবসায়ী হওয়ার ফলে চোখলজ্জায় কিছু বলিনি।তবে তার অন্যান্য নারী কেলেঙ্কারির বিষয়টি সাংবাদিক ভাইদের প্রকাশ করার অনুরোধ জানান তারা।


Related Articles

Back to top button
Close