দেশজুড়ে

বানিয়াচংয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৩২ নেতাকর্মীর নামে মামলা

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।

বানিয়াচং উপজেলায় মধ্যরাতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ৩২ নেতাকর্মীর নাম উল্লেখসহ বিএনপির ১৩২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অ্যাসল্ট মামলাটির বাদী বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) সামছুল আরেফিন। বুধবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি জানান, ঘটনার সময় আটক একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ জানায়, সিলেটে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টায় দলটির ৩০/৩৫ জন নেতাকর্মী বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র নিয়ে মাঠে বসেছিলেন। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। এসময় বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেবসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সেখান থেকে বিস্ফোরক জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে আটক করে গ্রেফতার দেখানো হয়। তবে পুরো বিষয়টি পুলিশের কাল্পনিক নাটক বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক মারুফ।


Related Articles

Back to top button
Close