আবারো পুলিশের জালে আটক ইয়াবা সম্রাট সাইদুল হক

বানিয়াচং প্রতিনিধি,বানিয়াচংয়ে আবারো ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়লো ইয়াবা সম্রাট সাইদুল হক (৪০)।
শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ১নং ইউনিয়নের দত্তপাড়া গ্রাম থেকে তাকে আটক করে বানিয়াচং থানা পুলিশ।সে ওই এলাকার আব্দুল হকের পুত্র।
এসময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে যুব সমাজকে বিপদগামী করে তুলছিল সাইদুল হক।সে এলাকায় ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত।ইতি পূর্বে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কারণে একাধিকবার জেলে গিয়েছে সে।জামিনে মুক্ত হয়ে আবারো এলাকার যুব সমাজকে ইয়াবা সেবনে আকৃষ্ট করতে তৎপর হয়ে ওঠে সাইদুল হক।তার রমরমা ইয়াবা ব্যবসার গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ তাকে আবারো হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে ইয়াবার গডফাদার সাইদুল হক গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান,আসামী সাইদুল হককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অপরাধ নির্মূলে এধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।