দেশজুড়ে

৮ বছর পর আজ জেলা যুবলীগের জাকজমকপূর্ণ সম্মেলন- পদ প্রত্যাশীদের অস্থিত্বের লড়াই আজ

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। পদ প্রত্যাশী নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ আর পরিশ্রমের সফলতার দিন আজ। কেন্দ্রীয় নেতাদের আগমনে যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ¡াস। পদ প্রত্যাশীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।
এদিকে, সম্মেলনকে ঘিরে বর্ণিল সাঁজে সাজানো হয়েছে হবিগঞ্জ শহর। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার রাতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে পৌছেন।
জানা যায়, হবিগঞ্জ শহরের প্রেসক্লাব সংলগ্ন জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুবলীগের সম্মেলন। এতে জমকালো ভাবে সাজানো হয়েছে স্টেইজ-প্যান্ডেল। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান বক্তা থাকবনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। তাছাড়া সম্মেলনে সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, এডভোকেট আব্দুল মজীদ খান এমপি ও শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি। বিশেষ বক্তা থাকবেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুুরী, উপ তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মোঃ মিসির আলী, কার্য নির্বাহী সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, সদস্য এডঃ ওলি উল্লাহ সারোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন প্রায় দেড় শতাধিক পদ-প্রত্যাশী নেতৃবৃন্দ। সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়ছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ ও বিপ্লব রায় চৌধুরী। সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা তাজ উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহী, আব্দুর রহিম কাওছার।
এদিকে, সম্মেলনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে হবিগঞ্জ শহর। প্রধান প্রধান সড়কসহ আনাছে-কানাছে ভরে গেছে ব্যানার ফেস্টুন। গতকাল বিকেলে শহর ঘুরে দেখা যায়, যুবলীগের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও গোল চত্বর। বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক তোরণ আর সহ¯্রাধিক বিলবোর্ড-ফ্যাস্টুনে লাগানো হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ‘এটা স্মরণকালে সবচেয়ে সুন্দর ও বড় আয়োজন। হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে ৯ উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। ধারণা করা হচ্ছে সম্মেলনে ১৫ হাজার থেকে ২০ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটবে’।
জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ¡াস ও ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। জেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী সম্মেলনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের নেতৃবৃন্দ যোগ্য নেতৃত্ব উপহার দিবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ২য় বারের মত সভাপতি নির্বাচিত হন আতাউর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বুরহান উদ্দিন চৌধুরী। বর্তমানে দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের সম্মেলন।


Related Articles

Back to top button
Close