দেশজুড়ে

শ্রীমঙ্গলে দুলর্ভ প্রজাতির সাপ ক্যান্টরের কুকরি উদ্ধার

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নে নওয়াগাঁও দেবপাড়া এলাকার বিশ্ব বণিকের মুদির দোকানে ভিতর থেকে দুলর্ভ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।যার ইংরেজি নাম (ক্যান্টরের কুকরি)।
আজ( ৯ অক্টোবর) রবিবার দুপরে নওয়াগাঁও দেবপাড়া
এলাকার বিশ্ব বণিকের মুদির দোকানে একটি সাপ ডুকে পড়ে।সাপটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পরেন। সাথে সাথে মুদির দোকানের মালিক বিশ্ব বনিক ফোন দিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন।পরে বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে পরিচাক স্বপন দেব সজল বলেন,আমাকে নওয়াগাঁও দেবপাড়া থেকে বিশ্ব বণিক নামে একজন লোক ফোন দিলে আমি বনবিভাগকে সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু উদ্ধার হওয়া সাপটি দুলর্ভ প্রজাতির তাই সনাক্ত করতে পারিনি পরবতীতে প্রাণীবিদ্যা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাঃ মনিরুল এইচ খান ও ডাঃ কামরুল হাসান এবং আদনান আজাদ তাদের সাথে কথা বলে জানতে পারি যে সাপটি দুলর্ভ প্রজাতির। সাপটির ইংরেজি নাম (ক্যান্টরের কুকরি)এর বাংলা নাম এখনো জানা যায়নি সাপটির সাইজ ৯০-১১০ সেন্টিমিটার।বর্তমানে সাপটি বলবিভাগ এর কাছে আছে।


Related Articles

Back to top button
Close