দেশজুড়ে

দেশের বাইরে খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রিন্ট করুন

ফাইল ফটো. প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।
সংকটকালে খাদ্যশস্যের চাহিদা পূরণ করার জন্য দেশের বাইরে অন্য কোথাও খাদ্যশস্য উৎপাদন করা যায় কি না- সে বিষয়ে খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে উপস্থিত একাধিক সদস্য কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। মনোনয়ন বোর্ডের বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

নেতারা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারাবিশ্বে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতেই এ ধরনের চিন্তাভাবনা করছে সরকার।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, মঙ্গলবার বিকেলে শারদীয় দুর্গাপূজার নবমীর দিনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, বিশ্বনেতারা সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত। কারণ ২০২৩ সাল ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং অর্থনৈতিক মন্দাও দেখা দিতে পারে। সে জন্য আগে থেকেই দেশের মানুষকে প্রস্তুতি নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে সাধারণ পরিষদে বিশ্বনেতাদের অনেকের সঙ্গেই আলোচনা হয়েছে, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত যে, ২০২৩ সাল ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং অর্থনৈতিক মন্দা আরও দেখা দিতে পারে।


Related Articles

Back to top button
Close