দেশজুড়ে

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষ-আহত ১০

প্রিন্ট করুন

আব্দুল হামিদ /মুবিন আহমদ মিনহাজ।
বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে যাত্রাপাশা গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় মিজান (৩০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকীদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বাজারের সুফিয়া-মতিন মহিলা কলেজ রোডে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজের পর যাত্রাপাশা আশকর উল্বাহ জামে মসজিদের পুকুরের পাকা ঘাটে বসে রাজনৈতিক আলাপকালে যাত্রপাশা কান্দিপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে যুবদল কর্মী ইমরুল হাসান এবং ছাত্রলীগ কর্মী শাওন মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইমরুল হাসান ঘুষি মেরে শাওন মিয়াকে আহত করে। উপস্থিত মুরুব্বীরা তাৎক্ষনিক বিষয়টি মিমাংসা দেন।
কিন্তু রবিবার (২৫ সেপ্টেম্বর) গ্যানিংগঞ্জ বাজারে পুনরায় শাওন মিয়া এবং ইমরুল মিয়া মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে উভয়ের আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে উঠে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে যাত্রাপাশা তলাবপাড় গ্রামের মহিব উল্বা মিয়ার পুত্র মিজান মিয়া, মতিউর মিয়া এবং কান্দিপাড়া গ্রামের হবিবুর রহমান হবিব মিয়া সহ অন্তত ১০ জন আহত হয়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Related Articles

Back to top button
Close