বানিয়াচংয়ে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

মবিন আহমেদ মিনহাজ,বানিয়াচং থেকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশ ন্যায় বানিয়াচং উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও উপজেলা সদরের বড় বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বানিয়াচং উপজেলা সভাপতি মজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকীব মাখন, আনছার উদ্দিন, সৈয়দ নূরুল হুদা, মোতাব্বির মিয়া, আমির মিয়া,শাহজাহান মিয়া,শেলু মিয়া, নানু মিয়া, আমিরুল ইসলাম আখঞ্জি, ওয়াহিদুল মুরাদ, জিয়াউর খাঁ,শেখ সোহেল, মওদুদ আহমেদ, আল আজাদ হুসেন জাবেদ, সাইফুল ইসলাম টিপু,ফজলু,এনাম খান, রানা শাহ, আলাহুসেন,বাবু খান, নুরুল আমিন,আলাউদ্দিন,আশিক, মিজান,
রিপন, কবির, ইজাজুল, সুমন,বিলাশ,এনামুল,বাবলু,
তাহের, সালেহ আহমেদ, আছকির,মুনতাসীর, অপু, মিলাদ, আবু তালেব,জাহিদ,মোবিন,এনামুল,
সজিব,প্রমুখ