দেশজুড়ে

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আহত ২৫

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্কঃ ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ২৫ জন।

নিহতের নাম আব্দুর রহিম। তিনি বিএনপি’র কর্মী বলে জানা গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকালে ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দল। বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে বের হলে পুলিশ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে বিক্ষোভ করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং শটগানের গুলি ছোঁড়ে। গুলিতে আব্দুর রহিম নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান।

আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি কর্মীদের ইটপাটকেলে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে পুলিশ।


Related Articles

Back to top button
Close