
বানিয়াচং(প্রতিনিধি) হবিগঞ্জ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সকল সংবাদপত্র হকার ও আজমিরীগঞ্জ উপজেলার একজন হকারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও হবিগঞ্জের সংবাদের সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম তালুকদার।
আজ শুক্রবার বিকালে বানিয়াচং বার্তাঘরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সংবাদপত্র হকার সমিতির প্রধান উপদেষ্টা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া।