দেশজুড়ে
প্রিন্ট করুন
অভিনন্দন- আব্দুল্লাহ মিয়া তালুকদার

বাংলার বুকে ভয়েগেছে
হাজারো নদী ।
সেই নদীর তীরে
আছে প্রচুর জমি।
চাষিরা করে সেই জমিতে বুনা,
তা থেকে পায় তারা খাঁটি সোনা।
সোনা বলতে বুঝায় .....
আলু,পটল, তরকারি, নানা .......
তাতো অবশ্যই সকলের জানা।
আরো ফলে .....
চা,পাঠ,ধান।
তা দেখে কৃষকেরা গায়
মনের সুখে গান।
বৈশাখ মাসে দেখা যায়,
ফসলের খেলা।
পহেলা বৈশাখে বসে নানান জায়াগায় মেলা
সেখানে ক্রয় করা হয় নানা রং এর ছাতা-ঢোলা।
এই সময়ে আমি সবাইকে,
“” অভিনন্দন”” জানাই প্রাণঢালা।
""" অভিনন্দন """
জানাই সর্বস্তরের জনগণকে
৬ নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগ এর পক্ষ থেকে।