দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

সাজ্জাদ বিন লাল,
বানিয়াচংয়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালক শাহেদ মিয়া নামের এক যুবকের।
গতকাল (২৭ মার্চ) রোববার দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শাহেদ মিয়া(৩৫) সে চুনারুঘাট উপজেলার আমরোড এলাকার সিদ্দিক আলীর পুত্র।
এব্যাপারে বানিয়াচং থানার (ওসি) এমরান হোসেন জানান, শাহেদ আলী নামে ওই ব্যক্তি ট্রাক্টর দিয়ে হাওর থেকে মাটি উত্তোলন করে পরিবহনে নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে অসাবধানতা বশতঃ তার নিজের ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ট্রাক্টরের নিচে চাপা পরে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।