দেশজুড়ে

দৌলতপুর গ্রামবাসীর ৭দিনের আল্টিমেটামের ৫দিনের মাথায় ৮ গরু উদ্ধার

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলার অন্তরগত ১নং ইউনিয়নের হিংরার পাড় এলাকায় বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইমাম আলীর পুত্র আফজল মিয়া মালিকানা একটি মৎস্য খামার ৩ বছরের জন্য লীজ নিয়ে ব্যবসা শুরু করেন।

খামার ব্যবসার পাশাপাশি ১২টি গরু নিয়ে গড়ে তুলেন গরুর খামারও এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার একি ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া সিদ্দিক মিয়ার পুত্র ওয়াসিম মিয়া (৩৫) মৎস খামারের পুকুরের ব্যবহিত বিদ্যুৎতের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সাথে সাথে সাবেক মেম্বার আজিজুর রহমান,মজিবুর রহমানের পুত্র সাইদুর ও মাইদুরের নেতৃত্বে দুই দিন যাবত শুরু করে লুটপাট ।


এ লুটপাটের প্রতিকার চেয়ে গত বুধবার স্থানীয় চকবাজারে গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ করে। এ সমস ১ সপ্তাহের মধ্যে লুটপাট করা গরুসহ সকল মালামাল প্রেরত দিতে সময় বেঁদে দেওয়া হয়। নতুবা গ্রামবাসী রেজুলেশনের মাধ্যমে গণ সাক্ষর করে প্রশাসনিক ভাবে লুটতরাজ সাবেক মেম্বার আজিজুর রহমান,মজিবুর রহমানের পুত্র সাইদুর ও মাইদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিবে গ্রামবাসী। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার ভোরে ৮টি গরু পাচার করার সময় হাওরে গরুঘাস কাটা লোকেরা দেখতে পান জিলুয়া গ্রামের নদীপারে। এ খবর দৌলতপুরে পৌছালে গরু মালিক আফজল মিয়ার লোকেরা গরুসনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন। তবে গরু পাচারকারীরা সুযোগ বুজে পালিয়ে যায় কাউকে আটক করতে পারেনি এলাকাবাসি। বিষয়টি সাথে সাথে নবীগঞ্জ থানা পুলিশসহ গ্রামবাসীকে আবহিত করা হয়েছে।


Related Articles

Back to top button
Close