দেশজুড়ে

বানিয়াচংয়ে পুকুরে মাঝে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক ।
বানিয়াচংয়ে পুকুরের ব্যবহারের বিদ্যুৎতিক তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে নিউজ লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি বলে থানা সূূত্রে জানা যায়।

বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া সিদ্দিক মিয়ার পুত্র ওয়াসিম মিয়া (৩৫) নবিগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের হিংরার পাড়ে মালিকানা মৎস খামারের পুকুরের ব্যবহিত বিদ্যুৎতের তারের সাথে
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ পুকুর থেকে গত কাল মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দৌলতপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য দবিরুল ইসলাম জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার স্থলেগিয়ে ওয়াসিমের মরদেহ সনাক্ত করে। বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেছি। তবে ঐ মৎস খামারটি নবীগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত হওয়ার মরদেহটি উদ্ধার করতে আগ্রহী হননি বানিয়াচং থানার পুলিশ । পরে নবীগঞ্জ থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এবং মৎস খামারের মাল পত্রসহ ২০/২৫টি গরুর খামার হেফাজত করতে আমাকেসহ উপস্থিত সকলকে পুলিশ কতৃক দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ
এই সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওয়াসিমের মরদেহটি পুকুরের ব্যবহিত বিদ্যুৎতিক ও গুনা তারের সাথে জরানো মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্ররণ করা হয়েছে।


Related Articles

Back to top button
Close