দেশজুড়ে

শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের চুরি হওয়া আকাশি ও বেলজিয়াম গাছ উদ্ধার

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ টি আকাশমনি ১ টি বেলজিয়াম প্রজাতির গাছের ৭ খন্ডাংশ উদ্ধার করা হয়েছে।গাছগুলি আনসার ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং বাট হতে চুরি হয়েছে বলে জানা গেছে।
গত ৪ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১০টায় আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাগণ গোপন সংবাদের ভিত্তিতে
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর কালাপুর গ্রামে তল্লাশি চালান।
তল্লাশিকালে উত্তর কালাপুর খোকন মিয়া (৩০), পিত মোস্তফা মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রইছ মিয়ার বাড়ি থেকে ১টি, নোয়াখাইল্ল্যা মোস্তফার বাড়ি হতে ১টি, মোঃ তছলিম মিয়া (প্রবাসী) বাড়ি ২টি ও মোস্তফার বাড়ির সামনে রাস্তার পুকুর পাড়ের বাঁশ ঝাড়ের নালার মধ্যে লুকিয়ে রাখা গাছের ৩ টি অংশ পাওযা যায়। যার স্থানীয় বাজারমূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, ইউপি সদস্য আওলাদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চোরাই কাঠ উদ্ধার অভিযান ও তল্লাশিতে অংশ গ্রহণ করেন। ২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএইচএম মেহেদী হাসানের নির্দেশনায় কোম্পানী কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পিসি মোঃ আতাব উদ্দিন, হাবিলদার মোঃ আব্দুল কাদের দেওয়ান, ল্যান্স নায়েক মোঃ আঃ হাই, মনিটরিং মাঠকর্মী মোঃ আজিজুল ইসলাম, ব্যাটালিয়ন আনসার বরুন চন্দ্র দাস, প্রদীপ কুমার রায়, মোঃ বাবুল মিয়া,মোঃ সানোয়ার হোসেন, শিপন কুমার ত্রিপুরা ও অন্যান্য ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়
গত ২৮ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ফায়ারিং বাটের টিলার উপর হতে দুষ্কৃতিকারীগণ মধ্যে রাতের যে কোন সময়ে গাছগুলো চুরি করে কেটে নিয়ে যায়।
এবিষয়ে খোকন মিয়া(৩০),নোয়াখাল্ল্যা মোস্তফা,দুলাল মিয়া,জসিম মিয়া,দুলাল মিয়া,পিতা-মৃত আনর মিয়া,আনোয়ার মিয়াসহ অজ্ঞাতনামা

২০ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন,এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে,তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷


Related Articles

Back to top button
Close