বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

সাজ্জাদ বিল লাল।
“মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করবো ভোটাধিকার “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ মার্চ) বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ আতাউর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক সুদীপ কুমার দেব প্রমূখ।
সভায় বক্তাগন ডিজিটাল যুগে ভোটার হওয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা,ছাত্র-ছাত্রী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ।