শ্রীমঙ্গলে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীকে জনসনের টিকা প্রদান

রুবেল আহম্মদ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসবাসরত ভাসমান মানুষদের করোনার এক ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ। এই এক ডোজের পর তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন পড়বে না। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শ্রীমঙ্গলে রেলস্টেশনে অবস্থানরত ভাসমান জনগোষ্ঠীকে দিয়ে করোনা প্রতিরোধের এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সাজ্জাত হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার,শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সাজ্জাত হোসেন চৌধুরী জানিয়েছেন,
আমরা জনসন অ্যান্ড জনসন কোম্পানির কিছু করোনার টিকা পেয়েছি, এগুলো আমরা যারা ভাসমান মানুষ আছে, যাদের ঠিকানা সব সময় পাওয়া যায়না তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ এটা সিঙ্গাল ডোজের টিকা। শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বসবাসরত ভাসমান জনগোষ্ঠী, যাদের পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই তাদেরকে এই কর্মসূচির আওতায় এক ডোজ টিকা প্রদান করছি। এই এক ডোজের পর তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন পড়বে না বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা।