দেশজুড়ে

দেশে পর্যটনের উন্নয়নে কাজ করছে সরকার-মাহবুব আলী এমপি

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল/আজমল হোসেন খাঁন, বানিয়াচং থেকে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, মধ্য আয়ের দেশে থেকে উন্নত দেশে রুপান্তর করতে হলে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পর্যটন শিল্পের বিকাশে  ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে পর্যটনের উন্নয়নে কাজ করছে সরকার। তিনি আরও বলেন,হবিগঞ্জ জেলাকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। আমাদের জাতীয় পর্যটন উন্নয়ন নীতিমালায় উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও পর্যটন শিল্পের সমন্বিত উন্নয়নে যে পর্যটন মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে তা টেকসই পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ শুক্রবার (২৫ ফেব্রয়ারী)  বিকালে বানিয়াচং উপজেলায় লক্ষী বাউর (জলাবন) পর্যটন কেন্দ্রের রেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপত্বিতে ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, 
বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, চেয়ারম্যান হায়দারুজ্জমান খান ধন মিয়া, আরফান উদ্দিন,আহাদ মিয়া ও হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদ আহমদ খান। 
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম এড. মুর্শেদুজ্জামান লুকু,  স্বেচ্ছাসেবক  লীগের সাধারন সম্পাদক আসশাফ চৌধুরী বাবু ,বানিয়াচং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ প্রমূখ।


Related Articles

Back to top button
Close