দুঃশাসন হারুনিয়া দরবার শরীফের বার্ষিক ওরস ১৮ ফেব্রুয়ারি

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক ॥ প্রতি বছরের ন্যায় আজ ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দুঃশাসন হারুনিয়া দরবার শরীফের বার্ষিক ওরস। এ উপলক্ষে ওয়াজ, মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১ কিলোমিটার পশ্চিম দক্ষিণ দিকে মুরিদান, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
ফুরক্বানিয়া ক্বেরাতিয়া, হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিকত শাহ সুফি ডা. খাঁজা গোলাম মোহাম্মদ চৌধুরী হারুনী’র উফাত দিবস উপলক্ষে দরবার শরীফে প্রতি বছরের এই তারিখে, ভক্ত- মুরিদান ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ-মাহফিল ও জিকিরের আয়োজন করে থাকেন।
উপস্থিত থাকবেন মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুস শহীদ মাসুমী, মাওলানা আফজাল হোসেন আল কাদরী, নাসিরনগর ফান্দাউক দরবার শরিফের মুয়াল্লিমগনসহ দেশ বরেণ্য আলেম ওলামাগণ।
এতে যোগদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।